Skip to main content

প্রভাত সঙ্গীত (Prabhat Samgiita)

 

প্রভাত সঙ্গীতের গীতিকার ও সুরকার শ্রীপ্রভাতরঞ্জন সরকার (২১ মে ১৯২১ – ২১ অক্টোবর ১৯৯০)

ধর্মগুরু, দার্শনিক, সমাজ সংস্কারক, লেখক ও আনন্দমার্গ প্রচারক সংঘের  প্রতিষ্ঠাতা শ্রীপ্রভাতরঞ্জন সরকার (শ্রীশ্রীআনন্দমূর্ত্তি) কর্তৃক রচিত ও সুুরারোপিত গানগুলো প্রভাত সঙ্গীত নামে পরিচিত। তিনি ১৯৮২ সালের ১৪ সেপ্টেম্বর থেকে তাঁর মহাপ্রয়াণের ১ দিন পূর্ব তথা ১৯৯০ সালের   ২০ অক্টোবর পর্যন্ত ৮ বছরের মধ্যে ৮-টি ভাষায় সুরসহ ৫০১৮-টি গান রচনা করেছিলেন। এই গানগুলোর মধ্যে  বেশিরভাগ বাংলা ভাষায় এবং কিছু সংখ্যক গান সংস্কৃত, হিন্দি, ইংরেজি, মৈথিলী, উর্দু, মগাহি এবং অঙ্গিকা ভাষায় লেখা হয়েছে। প্রভাত সঙ্গীতকে একটি স্বতন্ত্র  ঘরানার গান বলে মনে করা হয়। এই গানগুলো  প্রেম, রহস্যবাদ, ভক্তি, নব্যমানবতাবাদ, দেশপ্রেম,  বিপ্লব, বিশ্বৈকতাবাদ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে রচিত হয়েছে।

প্রতি বছর ১৪-ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে সর্বত্র প্রভাত সঙ্গীত দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে  পালিত হয়।

About Prabhat Samgiita in English

The songs written and composed by Shrii Prabhat Ranjan Sarkar (Shrii Shrii Anandamurti), a spiritual Guru, philosopher, social reformer and founder of the Ananda Marga Pracaraka Samgha, are known as Prabhat Samgiita. He wrote 5018 songs with melodies in 8 languages in 8 years from 14 September 1982 to 20 October 1990, a day before his death. Most of these songs have been written in Bengali language and some in Sanskrit, Hindi, English, Maithili, Urdu, Magahi and Angika. Prabhat Samgiita is considered to be a song of a distinct genre. These songs have been written around the topics of love, mysticism, devotion,  neohumanism, patriotism, revolution, universalism, various social events, etc.

Every year on September 14, the Prabhat Samgiita Divas is celebrated with due respect  all over the world. 


References:

Other links:

Comments

Popular posts from this blog

আনন্দমার্গের ইতিহাস (History of Ananda Marga)

  শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ও আনন্দমার্গের বর্ষানুক্রমিক ইতিহাস (অসম্পূর্ণ)– ১৯২১ – বিহারের জামালপুরে ২১শে মে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকার তথা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্ম গ্রহণ করেন। ১৯৩৯ – শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কলকাতার কাশীমিত্র ঘাটে শ্রাবণী পূর্ণিমার দিনে জ্যোৎস্নাপ্লাবিত গঙ্গাতীরে কুখ্যাত কালী ডাকাতকে (কালীচরণ ব্যানার্জি) প্রথম দীক্ষাদান করেন। ১৯৫৪ – শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কর্তৃক সমবেত শিষ্যদের মধ্যে প্রথম ধর্মীয় প্রবচন প্রদান। ১৯৫৫ – ১লা জানুয়ারী আনন্দ মার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠা হয়। ১৯৫৮ – Renaissance Universal (RU) প্রতিষ্ঠা। ১৯৫৯ – প্রগতিশীল ব্যবহারিক তত্ত্ব-এর উপর প্রথম আলোকপাত। ১৯৬২ – প্রথম অবধূত (সন্ন্যাস জীবনের সর্বোচ্চ স্তর) দীক্ষিত হন। ১৯৬৩ – Education, Relief and Welfare Section (ERAWS) প্রতিষ্ঠা। ১৯৬৪ – Ananda Marga Board of Education প্রতিষ্ঠা। ১৯৬৫ – Women's Welfare Department (WWD) এবং Ananda Marga Universal Relief Team (AMURT) প্রতিষ্ঠা। ১৯৬৬ – আনন্দমার্গ কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৬৭ – বহির্ভারতে ধর্ম প্রচারের জন্য প্রথম সন্ন্যাসীর যাত্রা। ৫-ই ম...

Baba Nam Kevalam (বাবা নাম কেবলম্)

                                        Baba Nam Kevalam  (Bengali language: "বাবা নাম কেবলম্) is a universal ashtaksari kirtan mantra given by Indian spiritual guru and philosopher  Shrii Shrii Anandamurti (Prabhat Ranjan Sarkar) . It is used in Ananda Marga during the practice of kirtan across the world.    Meaning: "Baba" means "dearest Parama-purusha or God", "Nam" means "name; His name",  "Kevalam" means "only". In short, "Baba Nam Kevalam" means "only the name of Parama-purusha". Benefits:  "Baba Nam Kevalam" is a Sanskrit mantra. It can be performed individually as well as collectively. Both the procedure has immense effect in body, mind and soul. It is useful for deep spiritual meditation. It strengthens psycho-spiritual and physical domains of a Sadhaka.    References: 1. Baba Nam Kevalam: The Meaning and Benefits of This Beloved Sans...

Acarya Nityasatyananda Avadhuta (আচার্য নিত্যসত্যানন্দ অবধূত)

Name: Acarya Nityasatyananda Avadhuta Born: 26/12/1938    Social status: Yogic monk of Ananda Marga Pracaraka Samgha, Yoga teacher, Song composer, Author, Intellectual        Guru: Shri Shri Anandamurti (Prabhat Ranjan Sarkar)  Known for: (a) Promoting "Ananda Marga Philosophy " given by Shri Shri Anandamurti (b) Composing more than 300 "Ananda Samgiita" in two languages, Bengali and Hindi respectively.     References: 1.  https://archive.org/details/img-20201109-111945 2. Acarya Nityasatyananda Avadhuta – Pragati Shikha, The Quarterly Magazine of Ananda Marga Pracaraka Samgha     3. Notun Prithivi weekly newspaper archive     4. সে স্মৃতি আজও অমলিন, আচার্য অমূল্যরতন ষড়ঙ্গী, প্রকাশক: আচার্য সর্বাত্মানন্দ অবধূত, আনন্দ প্রিন্টার্স (মুদ্রাকর), ১ জানুয়ারী ২০১১, ISBN. 978-8-7252-267-4। 5. Acarya Nityasatyananda Avadhuta -- Ananda Samgiita (www.discogs.com)   6.  https://amp.freejournal.info/...